1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু জাভেদের
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু জাভেদের

  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩২ জন পঠিত
টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু জাভেদের
টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু জাভেদের

স্টাফ রিপোর্টার : ১২ বছরের শিশু জাভেদ। জাহাঙ্গীর কবিরাজ ও আঞ্জুয়ারা বেগম দম্পত্বির ২ মেয়ে ১ ছেলের মধ্যে সবার ছোট জাভেদ। মাত্র আড়াই বছর বয়ষে বøাড ক্যান্সার ধরা পরে জাভেদের। এর পর থেকে জাভেদের চিকিৎসা করাতে গিয়ে বাড়ি, জমি, অর্থ সব হারিয়ে নিঃস্ব পুরো পরিবারটি। টাকার অভাবে গত দেড় বছর ধরে সব ধরনের চিকিৎসা বন্ধ জাভেদের। এখন চোখে ইনফেকশন হওয়ায় নস্ট হতে চলছে জাভেদের দৃষ্টি শক্তিও।

জাভেদদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়রামপুর গ্রামে। বাবা জাহাঙ্গীর ভাগ্য অন্বেষনে ইরাকে গিয়েছিলেন। সেখানে মাত্র ২০ হাজার টাকা বেতনে কাজ করতেন একটি কোম্পানীতে। ছেলের এই অবস্থায় দেশে ফিরলে বেকার হয়ে পরবেন তাই ফিরেন নি। কিন্তু এখন ইরাকে অবৈধ হয়ে যাওয়ায়, চাকরীও চলে গেছে জাহাঙ্গীরের। গত কয় মাস যাবৎ পরিবারকে সংসার খরচও দিতে পারছেন না, পালিয়ে পালিয়ে বেরাচ্ছেন ইরাকে। চোখের সামনে ছেলের কস্ট পাওয়ার দৃশ্য দেখে আর চিকিৎসা না করাতে পারার বেদনায় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে জাভেদের মা আঞ্জুয়ারা।

কথা হয় জাভেদের খালা স্বপ্নার সাথে। তিনি জানান, এখন কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে তার ভিজিট দেয়া, একটা ঔষধ কিনা বা একটা পরীক্ষা/নিরীক্ষা করানোর কোন অবস্থাই নেই আমাদের। চোখের সামনে দেখছি একটা ফুটফুটে ছেলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ন্যূনতম চিকিৎসাটাও করাতে পারছি না। পারিবারিক সূত্র জানায়, জন্মের পর থেকেই জাভেদের জ¦র ঠান্ডা কখনোই সারতো না। পরে ফরিদপুরের এক শিশু বিশেষজ্ঞের পরামর্শে ঢাকায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করালে জাভেদের শরীরে বøাড ক্যান্সারের জীবানু ধরা পরে। তখন জাভেদের বয়ষ আড়াই বছর। টাকার অভাবে গত দেড় বছর যাবত চিকিৎসা বন্ধ জাভেদের।

সর্বশেষ দেখানো চিকিৎসক জানিয়েছিল ৫০ থেকে ৬০ লক্ষ টাকা প্রয়োজন জাভেদের চিকিৎসার জন্য। এত টাকাও তাদের নেই তাই চিকিৎসাও নেই। কিন্তু সম্প্রতী জাভেদের চোখে ইনফেকশন দেখা দিয়েছে, আর এতে ধীরে ধীরে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছে জাভেদ। ছেলের এই কষ্ট সহ্য করতে না পেরে পরিবারের সদস্যরা এসেছিলেন ফরিদপুর প্রেসক্লাবে।

আশা সাংবাদিকরা অসহায় জাভেদের কথা তুলে ধরলে, দেশের হৃদয়বান মানুষদের নজরে আসলে নিশ্চয়ই জাভেদের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। দেশ ও প্রবাসের হৃদয়বান ভাই,বন্ধু, স্বজন সকলের কাছে আবেদন রাখছি, আসুন সবাই মিলে জাভেদের পাশে দাড়াই। আপনাদের সকলের একটু একটু ভালবাসাই সুস্থ করে তুলতে পারে জাভেদকে। জাভেদকে সহায়তা পাঠাতে জাভেদের মায়ের মোবাইলে(বিকাশ) ০১৭৮১৩৪৬২৬০ অথবা ফরিদপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেলের মোবাইলে (বিকাশ) ০১৭২৫৩৬৫৭৭২ যোগাযোগ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION