স্টাফ রিপোর্টার :
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন চরের মানুষেরা।
ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চরের আওয়ামীলীগ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বিকালে ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আবুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল ফকিরসহ নেতৃবৃন্দ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আবু জানান, জাতির পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে প্রায় দেড় হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পদ্মা নধী বেষ্টিত বিভিন্ন চর থেকে শত শত মানুষ নৌকা ও ট্রলার যোগে এসে এ আয়োজনে অংশ নেন। #
Leave a Reply