1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
গোলাপবাগ মসজিদ নিয়ে ষড়যন্ত্র! - আজকের ফরিদপুর
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

গোলাপবাগ মসজিদ নিয়ে ষড়যন্ত্র!

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩১৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগ জামে মসজিদ নিয়ে ঘড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ওমান ও আমেরিকার প্রবাসী দুই ব্যাক্তির ইন্ধনে স্থানীয় একটি চক্র মসজিদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন মসজিদ সংশ্লিষ্ট ও স্থানীয়রা।
ওই মসজিদের মুসল্লিরা জানান, এক সময়ের পশ্চাদপদ এলাকা গোলাপবাগের অগ্রযাত্রা থামিয়ে দিতেই একটি মহল মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের দাবী, গত ১৬ নভেম্বর গোলাপবাগ মসজিদে এশার নামাজে অসুস্থতা জনিত কারণে ইমাম সাহেব উপস্থিত না থাকাকে কেন্দ্র করে চক্রটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ করে মসজিদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এসময় ফেসবুক লাইভকারী, মসজিদের কমিটির কারো সাথে কোনো ধরণের যোগাযোগ ছাড়াই লাইভ থেকে নতুন ইমাম নিয়োগ করারও ঘোষনা দেন। এছাড়াও মসজিদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালানো হয় বলেও জানান তারা।
এদিকে মসজিদ নিয়ে এমন অপপ্রচার চালানোয় ক্ষোভ প্রকাশ করেছে এলকাবাসী। তারা এমন ঘটনা দু:খজনক জানিয়ে এমন ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এ প্রসঙ্গে মসজিদ কর্তৃপক্ষ দাবী করেন, গোলাপবাগ হাফেজিয়া মাদ্রাসায় চারজন শিক্ষক রয়েছেন। এদের মধ্যে একজন সম্প্রতি অন্যত্র যোগ দেন। ১৬ নভেম্বর মাদ্রাসার অন্য তিন জনের মধ্যে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার কাজে বাইরে ছিলেন ও আরেকজন ছুটিতে ছিলেন। ওই দিন এশার নামাজে ইমামতি করার দ্বায়িত্বে যিনি ছিলেন, তিনি প্রচন্ড অসুস্থ থাকায় এশার ওয়াক্তে ইমামতি করতে পারেন নি। ওই ওয়াক্তে মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়াতে গেলে আপত্তি তোলে চক্রটি। এতে জামাত দাড়াতে দেরি হওয়ায় মসজিদে দাড়িয়েই ফেসবুকে লাইভ শুরু করেন এক যুবক। সে মসজিদে একজন ইমাম না থাকায় নামাজ পড়তে তাদের সমস্যার কথা উল্লেখ করে মসজিদের কমিটির সাথে কোনোরুপ আলোচনা না করেই একজন ইমাম নিযুক্তির কথা বলে। এতে বিভ্রান্তিতে পড়ে সাধারণ মুসল্লিরা। অনেকেই ক্ষুব্দও হন। এ নিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়।
গোলাপবাগের বাসিন্দারা মনে করেন, ফেসবুকে লাইভ করে প্রকারান্তরে এই মসজিদের সংস্কারে বিপুল অর্থ ব্যয় করা আব্দুর রশীদ খান হারুন এবং তার ভাই আক্তারুজ্জামান খানের মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাদের অপমানিত করা হয়েছে। এটি লাইভে না বলে সে মসজিদ কমিটি বা গ্রামের মুরুব্বীদের জানাতে পারতো। সেটি না করে তারা লাইভ করে ঠিক করেনি। বিষয়টি নিয়ে ফেসবুকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ করেন তারা। যার ফলে একটি বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও প্রকাশ করেন তারা।
স্থানীয়দের দাবী, এরই মধ্যে গোলাপবাগে মাদকের হানা পড়েছে, কিছু কিছু মানুষ মাদক সেবন ও বিক্রির সাথে যুক্ত হয়ে পড়েছে। যাদের কেউ কেউ ওই চক্রের সাথে মিশে এসব অপপ্রচার চালাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টিই তাদের উদ্ধেশ্য।
এদিকে স্থানীয়দের কেউ কেউ আমেরিকা ও ওমান প্রবাসীর ইন্দনে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবী করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে লাইভ করা যুবক তৌহিদুল ইসলাম আলমগীর জানান, কোনো কিছু ভেবে তিনি লাইভ করেননি। মসজিদের বর্তমান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতেই তিনি এটি করেছেন। তবে, কারো ইন্ধনে কোনো কিছু করার বিষয়টি তিনি অস্বিকার করেন। যদিও কমিটিকে সরাসরি না জানিয়ে কেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করার প্রয়োজনীয়তা পড়লো? -এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান বলেন, আকতারুজ্জামান খানের পরিবারের অবদানে গোলাপবাগ আলোকিত হয়েছে। সেখানে মসজিদ নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে ত দু:খজনক। দুষ্টু প্রকৃতির কিছু মানুষ রয়েছে, যারা এমন ঘটনা ঘটাচ্ছে। এগুলো ঠিক নয়। তিনি বলেন, আল্লাহ যেনো অপপ্রচারকারীদের হেদায়েত দান করেন। তিনি মনে করেন, এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার বলেও মনে করেন তিনি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আকতারুজ্জামান খান বলেন, কোনো ধরণের অপপ্রচারে গোলাপবাগের অগ্রযাত্রাকে থামাতে পারবেনা। ইমাম সাহেবের শারীরিক অসুস্থতার কারণে এক ওয়াক্ত নামাজে দাড়াতে দেরী হওয়ায় লইভ করে অপপ্রচার চালানো দু:খজনক। এর পেছনে যারা জড়িত রয়েছেন তাদের প্রতি মসজিদ নিয়ে এমন ষড়যন্ত্র না করার আহ্বান জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION