নিজস্ব প্রতিনিধি : আগামী ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত। এ নির্বাচনে উপজেলার ১ নং ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক উজ্জ্বল সরকার (লোটন)। তিনি ইউনিয়নের স্বর্গীয় রায় সাহেব ঈশান চন্দ্র সরকারের প্রপৌত্র ও ১ নং ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি স্বর্গীয় খগেন্দ্র নাথ সরকার (লক্ষণ বাবু) এর জ্যেষ্ঠ পুত্র।
(১৯ ফেব্রæয়ারি) রবিবার বিকাল ৩ টার দিকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসের দ্বায়িত্বরত আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও ঈশান গোপালপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এর নিকট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তার পক্ষে সমর্থিত কর্মী ও ভোটারদের উপস্থিতি ছিলো উপচে পড়া ভিড়। এসময় প্রার্থীকে নির্বাচন বিষয়ে নীতিমালার বই প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা।
জমা শেষে স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল সরকার (লোটন) সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, আমার ইউনিয়নের সাধারণ মানুষ চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। জনগণের চাপে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে হচ্ছে। তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে পাশে আছি। এবং স্বর্গীয় রায় সাহেব ঈশান চন্দ্র সরকার বাড়ীর সততা নিয়ে কাজ করে আসছি। তিনি বলেন, সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ইউনিয়নে অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে জনগণকে উপহার দিবো।
Leave a Reply