স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বিশিষ্ট ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ইসলামিক মিশন ও এতিমখানার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে গজল ও ক্বীরাত প্রতিযোগিতা এবং বাৎসরিক ওয়াজ মাহফিল সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধারডাঙ্গি মিশন মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। শনিবার (১১ ফেব্রয়ারী) দিনভর ফরিদপুরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শতাধিক ছাত্র-ছাত্রীরা গজল ও ক্বীরাত প্রতিযোগিতায় অংশ নেন ।বিকালে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করাহয়।
ইসলামিক মিশন ও এতিমখানার প্রতিষ্টাতা মুত্তাওয়ালী মো: হায়দার আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্টানে লায়ন্স ক্লাব অব ফরিদপুরের এ্যডভাইজার এন্ড এডমিনিস্টিটর একেএম শামসুল আলম মনির,ন্যাশন্যাণ টেডার্স এর পরিচালক রাহাত হাসান লিমন, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল,বিশিষ্ট মানবাধীকার কর্মী এ্যডভোকেট হাসিনা মমতাজ লাভলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাদ মাগবির বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলেমে দ্বীন হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক ।এছাড়া ওয়াজ মাহফিলে হাফেজ মাওলানা আব্দুর রহমান,হাফেজ মাওলানা কবিরুল আলম সিদ্দিকীসহ অন্যান্যরা বয়ান পেশ করেন।এসময় আগত অতিথিদের অভ্যর্থনা জানান ইসলামিক মিশন ও এতিমখানার প্রতিষ্টাতা মুত্তাওয়ালী মো: হায়দার আলী।রাতে তবারক বিতরন করা হয়।
Leave a Reply