স্টাফ রিপোর্টার : রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিলে রঘুনন্দনপুর, কোমরপুর ফরিদপুরে প্রতিষ্ঠিত হামযা (রা.) কমপ্লেক্সের আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে হজ্জ ও ওমরাহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এ উপলক্ষে কোমরপুরে এক সভা অনুষ্ঠিত হয়।
হামযা (রা.) কমপ্লেক্স্রের এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ সভায় জানান জুম‘আর ছালাত পরবর্তী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হবে যেখানে দুই শত অংশগ্রহণকারী হজ্জ ও ওমরাহ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন। তিনি আরো বলেন, উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এগারো সিন্দু ট্রাভেলস এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মঞ্জিল। উল্লেখ্য উক্ত দিন জুম‘আর খুতবা প্রদান করবেন দারুস সুন্নাহ মুহাম্মাদীয়া আরাবীয়া মডেল মাদ্রাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ও পরিচালক খত্বীব সাইফুল্লাহ বিন সুলতান মাদানী।
খুতবা পরবর্তী বিশেষ পর্ব হিসাবে থাকবে সমকালীন বিবিধ বিষয় ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব। এ্যাডভোকেট সৈয়দ শহীদ বলেন, হজ্জ প্রশিক্ষণ কর্মশালাটি সমম্প্রতি হাযমা (রা.) কমপ্লেক্সে যুক্ত হলো যা অব্যাহত থাকবে। উল্লেখ্য ২০২২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত মসজিদটিতে প্রথম জুমু‘আর খুতবা প্রদান করেন শায়েখ মুকাররম বিন মুহসিন। প্রতিষ্ঠা পরবর্তী পবিত্র রমজানে মসজিদের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য ও ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।
প্রতি মাসে অনির্ধারিত শুক্রবার একজন বিশিষ্ট ইসলামী আলোচক মসজিদটিতে জুমু‘আর খুতবা প্রদান করেন। মসজিদটি থেকে কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক গ্রন্থসমূহ বিনামূল্যে নিয়মিত বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং একটি পূর্নাঙ্গ পাঠাগার ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বিনামূল্যের বই বিতরণসহ মসজিদটির উন্নয়ন কাজে এগিয়ে আসতে মসজিদের পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানানো হয়েছে। মসজিদটির সহযোগীতায় বিকাশ নম্বর ০১৮৫৭৫০৩৯৩৯।
Leave a Reply