স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় দিলীপ কুমার সরকারের স্ত্রী আল্পনা সরকার (৬৩) এর আত্মার শান্তি কামনায় আগামী কাল বৃহস্পতিবার ৭ জুলাই প্রভু জগদ্বন্ধু সুন্দরের শ্রীধাম শ্রী অঙ্গনে প্রার্থনা ও প্রসাদ বিতরণ আয়োজন করেছে তার পরিবার।
শহরের মুজিব সড়কস্থ নিলটুলীর বাসিন্দা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ন সহ-সভাপতি দেবাশীষ সরকার বাবুর মাতা আল্পনা সরকার (৬৩) গত ২৭ জুন ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (দিব্যান: লোকান: স্ব গুচ্ছুতা)। মৃত্যুকালে তিন পুত্র এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply