সবুজ দাস, ফরিদপুর : আগামীকাল ১৭ ই ডিসেম্বর থেকে ১৯ শে ডিসেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপি শুরু হতে যাচ্ছে ফরিদপুরের ঐতিহ্যবাহী হাজেরা বিবি পৌষ মেলা ২০২২। ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শোভারামপুরস্থ হাজেরা বিবি মাজার প্রাঙ্গনে শোভারামপুর-রঘুনন্দুনপুর হাজেরা বিবি ফাউন্ডেশন এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর পৌরসভার জননন্দিত মেয়র অমিতাভ বোস।
এতে শোভারামপুর-রঘুনন্দুনপুর হাজেরা বিবি ফাউন্ডেশন এর সভাপতি আক্কাস হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর আহমেদ খান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ১.২.৩. নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জয়গুন বেগম, ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ আলতাফ হোসেন, বিশিষ্ঠ সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
এ ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাজেরা বিবি ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক এ্যাড. প্রদ্বিপ কুমার দাস লক্ষন, সহ-সভাপতি হায়দার আলী মন্ডল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এ.এস.এম. শহিদুন নবী, বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক সুকুমার সাহা, বিশিষ্ঠ সমাজসেবক হযরত আলী পাট্রাদার, মেলা উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রব ফকির। এ মেলার পরিচালোনার দায়িত্বে থাকবেন মেলা উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বাবু ও মানোয়ার হোসেন।
উল্লেখ্য ১৯৪৫ সালে রাজবাড়ী জেলার সুর্যনগর গ্রামে জন্মগ্রহন করেন হাজেরা বিবি। ফরিদপুরের অম্বিকাপুরে বিবাহের ৩ মাস পরেই বিধবা হওয়ার পর থেকেই কবি জসীমউদদীন এর উৎসাহ সহযোগিতা ও প্রেরণায় সংগীত জগতে তিনি স্থায়ী আসন করে নেন। জসীম উদদীন রচিত পল্লীগীতি, মারফতি, মুর্শিদী, বিচার ও জারী গান গেয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৪৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর পাকিস্থান রেডিওতে শিল্পী হিসাবে গান করেছেন।
তার গানের স্বীকৃতি স্বরুপ একুশে পদক লাভ করেন। তিনি ফরিদপুর লালন পরিষদ ও সংগীত শিল্পী কল্যাণ সমিতির সদস্য ছিলেন। মানুষ হিসেবে হাজেরা বিবি ছিলেন অতিসজ্জন,পরোপকারী ও উদার। তাঁর সান্নিধ্যে গেলে টের পাওয়া যেত তিনি তাঁর গানের মতোই সুন্দর সরল ও গভীর ছিলেন। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর হাজেরা বিবি শেষ নি:শ^াস ত্যাগ করেন।
Leave a Reply