শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে মীরেরকাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়ের সুস্থ ধারার প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে শিক্ষক মোঃ রায়হান উদ্দিন মোন্ডল এর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরেরকাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এতেসভাপতিত্বে করেন আনজু কাজী। মানববন্ধনে বক্তব্য রাখেন আঃ রাজ্জাক মোল্যা, শাহজাহান মাষ্টার, মনিরুল শেখ,আলা আমিন রাব্বি,শহিদুল ইসলাম,আলীমুজ্জামান বকুল, নওশের খান,আঃরাজ্জাত শেখ,বাবলু শেখসহ প্রমুখ। বক্তব্যে সবাই শিক্ষক মোঃ রায়হান উদ্দিন মোন্ডলকে এই স্কুল থেকে প্রত্যাহার, তার জন্য এই স্কুল আজ হুমকিস্বরূপ তিনি নিজে প্রধান শিক্ষক দাবি করেন তার এই দাবিকে বক্তব্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান করেন অতি শীঘ্রই এই শিক্ষক কে এই স্কুল থেকে বিদায় করেন। ঘন্টা ব্যাপি মানববন্ধনে কয়েক শত লোক উপস্থিত ছিলেন।
Leave a Reply