1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সালথা'য় মদন হাজী বাড়ি মেলার তৃতীয় দিনে ১৪৪ ধারা জারি - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সালথা’য় মদন হাজী বাড়ি মেলার তৃতীয় দিনে ১৪৪ ধারা জারি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১০ জন পঠিত
সালথা'য় মদন হাজী বাড়ি মেলার তৃতীয় দিনে ১৪৪ ধারা জারি
সালথা'য় মদন হাজী বাড়ি মেলার তৃতীয় দিনে ১৪৪ ধারা জারি

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে করোনার মধ্যে জমজমাটভাবে চলা মদন হাজী বাড়ির মেলা তৃতীয় দিন বন্ধ করে দিয়েছেন প্রশাসন। পাশাপাশি মেলাস্থলে ১৪৪ ধারা জারিও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেলাস্থলে গিয়ে মেলার সকল দোকানপাট ভেঙে দিয়ে মাঠ ফাঁকা করে দেন ইউএনও তার সঙ্গে থাকা পুলিশ ও আনসার সদস্যরা।

তবে মেলাটি আয়োজনের প্রথমে প্রশাসানের পক্ষ থেকে কোনো বাধা বা নিষেধ ছিল না বলে দাবী আয়োজকদের। নাম প্রকাশ না করার শর্তে মেলার আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, প্রতিবছরের মত এবারও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিয়াশপট্টি গ্রামে মদন হাজী বাড়ির ওরশ উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

১৫ ফেব্রুয়ারী থেকে মেলাটি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারী শেষ হবার কথা ছিল। মেলায় নানা ধরণের খেলাধুলা পন্যের শতশত দোকান বসে। দুর-দুরান্ত থেকে অসহায় ক্ষুদে ব্যবসায়ীরা এসব দোকান নিয়ে আসেন। কিন্তু মেলার তৃতীয় দিন হঠাৎ প্রশাসনের লোক এসে দোকানপাট ভেঙে দেয়। প্রশাসন যদি ওরশ শুরুর আগে থেকে কমিটিকে কঠোরভাবে মেলা করতে নিষেধ করতেন তাহলে ক্ষুদে এসব দোকানদাররা আজ ক্ষতিগ্রস্ত হতো না।

ওরশ শুরুর সময় প্রশাসনের নীরবতার কারণেই করোনাকালিন সময় মেলার আয়োজন করার সুযোগ পেয়েছেন আয়োজকরা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার বলেন, করোনাকালিন সময়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মদন হাজী বাড়ির ওরশ মেলা শুরু হয়। খবর পেয়ে দ্বিতীয় দিন মেলা বন্ধ করে দেন সালথা থানার ওসি। পরবর্তীতে তৃতীয় দিন পুনরায় আবার মেলা শুরু হয়।

এতে প্রায় ১০ হাজার লোকসমাগম হয়। পরে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে মেলাটি বন্ধ করা হয়। এরপরেও আয়োজক কমিটির সহায়তায় বিকাল ৫টা থেকে আবার মেলা শুরু হয়। এমতাবস্থায় সংশ্লষ্ট মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই মাঠে শক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION