মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় দিনব্যাপী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাস্তবায়নের অগ্রগতি মূল্যয়নে উপকরণ মেলা -২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল ১১ টায় এ মেলার আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা একাডেমীক সুপার ভাইজার স্বপ্না বৈদ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিরাজ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপকরণ মেলায় উপজেলার কলেজ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার মোট ১৩ ষ্টল অংশ গ্রহন করে। ষ্টল গুলোতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের উপকরণ প্রদর্শন করা হয়। এসময় অতিথিরা প্রতিটি ষ্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের অনুপ্রেরনা যোগান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply