স্টাফ রিপোর্টার : ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রুমিয়া আক্তার। (১২ ডিসেম্বর ) সোমবার সকাল ১০ টা থেকে কলেজের উপাধ্যক্ষর রুমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে দুপুর ২ টার দিকে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে শিক্ষকদের ৬৪ ভোটের মধ্যে ভোটাটদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৩ জন। একজন ভোটার ছুটিতে থাকায় ভোটটি অনুপস্থিত ছিলো।
শিক্ষক পরিষদ নির্বাচনে পদাধিকারবলে কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা শিক্ষক পরিষদের সভাপতি হিসাবে কাজ করবেন। নির্বাচনে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রুমিয়া আক্তার ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুদ্দিন আল মাহমুদ পেয়েছেন ৩০ ভোট। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বদিউল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোছাদ্দেকুর রহমান পেয়েছেন ২৮ ভোট।
মহিলা যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের প্রভাষক ফাতেমা-তুজ-জোহরা নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইংরেজি বিভাগের প্রভাষক আশরাফুন নাহার আঁখি ভোট পেয়েছেন ৩০ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক আমজাদ আলী। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী রসায়ন বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার বিশ্বাস পেয়েছেন ৩১ ভোট । কলেজ সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ৪ টি পদে দুইটি প্যানেলে ৮ জন শিক্ষক মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচন কমিশনারের কাছে দাখিল করেছিলেন। আগামী ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই কমিটির মেয়াদ বলবৎ থাকবে। ১ বছরের জন্য শিক্ষকরা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন।
নব-নির্বাচিত সম্পাদক অধ্যাপক রুমিয়া আক্তার বলেন, শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। এখানে কেউ কারও প্রতিপক্ষ নয়। একটা পরিবার হয়ে সকলকে নিয়ে কাজ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দেওয়া হবে। নির্বাচনের সার্বিক বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে ভোটাররা নিরপেক্ষভাবে ভোট প্রদান করেছেন। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবং নতুন শিক্ষক পরিষদ বিজয়ীদের অভিনন্দন তাদের প্রতি প্রত্যাশা থাকবে, ছাত্র-শিক্ষক ও প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অত্র কলেজের সহযোগী অধ্যাপক রনজয় কুমার দে।
Leave a Reply