স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. সোহেল রানা সেলিম (৫৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পূর্বশ্যামপুর এলাকা থেকে ওই মুদি দোকানির মরদেহ উদ্ধার করা হয়। সোহেল রানা সেলিম পূর্বশ্যামপুর গ্রামের মোমরেজ ব্যাপারীর ছেলে। এছাড়াও সে সদরপুর উপজেলার হাসপাতাল মোড় নামক এলাকায় দীর্ঘদিন যাবত মুদি দোকান করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সেলিম তার স্ত্রী মারা যাওয়ার পর অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এর ফলশ্রুতিতেই সে ঘরে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারনা করা হচ্ছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সুব্রত গোলদার বলেন, কিছুদিন আগে ওই ব্যক্তির স্ত্রী মারা যায়। এরপর থেকে সে ডিপ্রেশনে ভুগছিলেন। পরে আজ সকালে ঘরের জানালার গ্রিলের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা পক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply