সদরপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ৩১বার তোপধ্বণির মধ্যে দিবস পালনের কর্মসূচী শুরুহয়। সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। পরে উপজেলা চত্ত¡রে ৭১-এর স্বাধীনতাযুদ্ধে সম্মুখ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা পরিবারে গমন ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে উপজেলা প্রশাষনের পক্ষ থেকে অর্থ প্রদান করেন ।এরপর সদরপুর স্টুডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালামগ্রহণ, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস্গাইড এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মার্চ পাষ্টডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পরেবীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা অনুষ্ঠান, বাদ জুমা মিলাত মাহফিল, মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে জাতির উত্তর উত্তর সাফল্য ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল-এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলা প্রশাসন ও পরিষদ বনাম মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবলম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, রাজনৈতিক ও সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কাজী শফিকুর রহমান, থানা ভারপ্রাপ্তক র্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ সকল সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,স্কুলকলেজের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply