স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান বলেছেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত না করতে পারলেও রাজনীতিকে শিক্ষা মুক্ত করেছি। রাজনীতির সাথে যারা জড়িত তারা ধীরে ধীরে লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। এটা আমাদের জন্য অশনিসংকেত। যার কারনে এখন টিকটকাররা রাজনীতিতে আসার সাহস পায়।’ ফরিদপুরে জেলায় চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন জেলা প্রশাসক।
ফরিদপুরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, আমরা শিক্ষাকে কত কদর করি কিন্তু লাইব্রেরীকে এসি মার্কেটে নিতে পারিনি। লাইব্রেরিকে ফুটপাতের ফেলে রেখে সেই শিক্ষা গ্রহণ করার সব সময় চেষ্টা করি। এভাবে শিক্ষা গ্রহণ করা যায় না।’ ‘দেশের জুতার দোকানগুলো সব এসি মার্কেটে আর লাইব্রেরীগুলো বঙ্গবাজার, নীলক্ষেত আর ফুটপাতের উপরে’-মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, তাহলে আমরা শিক্ষিত হবো কিভাবে?
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলাপ্রশাসক বলেন, ‘তোমরা যারা মেধাবী তারাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তোমরাই এদেশটাকে গড়ে তুলবে। এই ফরিদপুরকে তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়ানো শেখাবে। তোমাদের সবাইকে দেশপ্রেমের মহানব্রতে উজ্জ্বীবিত হওয়ার জন্য অনুরোধ জানাই। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও নির্দেশনামূলক বক্তব্য দেন তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ বিন কালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমুখ। এ সংবর্ধনা অনুষ্ঠানে জিপিও প্রাপ্ত এক হাজার ২৬ জন শিক্ষার্থীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডেল এবং দুই রিম কাগজ ও এক ডজন কলম তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাস ও সেরা কন্ঠ তারকা আছিয়া আক্তার দোলা।
Leave a Reply