স্টাফ রিপোর্টার : নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের অধীনে ফরিদপুরে শিক্ষার্থীদের মধ্যে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে,(২৭ সেপ্টেম্বর) বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বনগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও স্থানীয় গণ্যমান্যদের মধ্যে নূর মোহাম্মদ মাজেদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন।
প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত গড়তে সুন্দর জীবন চাই। শিক্ষার্থীদের ভালো পরিবেশ রাখাতে মাদক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, শুধু মাদক নয় অল্প বয়সে অনেক মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ধরনের কাজ কখনো করবেন না। আপনারা কেউ বাল্য বিয়ে দিবেন না। আপনার মেয়েকে পড়াশোনা করান এবং তাদেরকে সামাজিকভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দেন। তিনি আরো বলেন, সমাজের সকল অপরাধ নির্মূলে সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের ছেলে মেয়েরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা তাঁদের দিকে নজর রাখতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে আশেপাশে যদি কেউ মাদক বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকে তা প্রতিরোধ করতে হবে এবং পুলিশ প্রশাসনকে অবগত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকছেদুর রহমান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেন, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির মোস্তফা কামাল ও সৃষ্টি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সূর্যোদয় প্রত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু), উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরী বেগম প্রমুখ।
এসময় সদর উপজেলার সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা বলেন (উই) প্রকল্পের মাধ্যমে সচেতনতামূলক কর্মশালায় স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা এবং সচেতনতা মূলক তথ্য সম্পর্কে জানতে পারছে। এছাড়াও প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন তরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করাসহ নারী নির্যাতন, যৌতুক নিরোধ, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে জেলার বিভিন্ন এলাকায় কাজ করে আসছে।
Leave a Reply