স্টাফ রিপোর্টার :
ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি শামীম হক জটিল হার্ট সমস্যায় আক্রান্ত শহরের গোয়ালচামট এলাকার শিশু তাবাকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চিকিৎসার জন্য প্রদান করেছেন। গতকাল ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নস্থ হল্যান্ড চিল্ডেন হাউজের উদ্যোগে ও আমরা করবো জয় সংগঠনের তত্ত্বাবধায়নে এই অনুদান শিশুর তাবার অভিবাবকের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির পিতা দীর্ঘদিন ধরে তার চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে মানবিকতার আলোক স্পর্শে পুরো চিকিৎসার দায়িত্ব নেন শিল্পপতি শামীম হক। তিনি শিশুটির জীবন বাঁচাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়েল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিকসহ নেতৃবৃন্দ।
Leave a Reply