স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি (২০২২-২০২৭) এর ৫ বছর মেয়াদী নির্বাচনে সহ-সভাপতি পদে বাজার ব্যবসায়ীসহ সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন মো: ইলিয়াস শেখ।খোঁজ নিয়ে জানা যায় বাজারের প্রয়াত ব্যবসায়ী ইউসুফ শেখ এর পুত্র মো: ইলিয়াস শেখ পৈত্রিক সুত্র ধরে সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজারে দীর্ঘদিন সততা ও সুনামের সহিত ব্যবসা পরিচালোনা করে আসছেন। ঐ বাজারের ইলিয়াস ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি।
শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে সকলের দোয়া চাইলেন ইলিয়াস শেখ
এক প্রতিক্রিয়ায় সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার কে অবহেলিত আখ্যা দিয়ে ইলিয়াস শেখ বলেন, ১৯৭৪ সালে শহরের কুমার নদীর তীরে প্রতিষ্ঠিত হওয়া এই বাজার বৃহত্তর ফরিদপুরের মধ্যে অতি পরিচিত। সেই অনুযায়ী বাজারে তেমন কোন উন্নয়ন কর্মকান্ড না হওয়ায় এখনো অবহেলিত হয়ে রয়েছে এই প্রাচিনতম বাজারটি। বিশেষ করে বৃষ্টির সৃজনে বাজারটি বেহাল দশায় পরিণত হয়। সব কষ্ট সহ্য করে বাজারের ব্যবসায়ী বৃন্দরা ভোক্তার চাহিদা মিটিয়ে আসছে। পাশাপাশি দেশের আর্থীক জিডিপির হার উন্নয়নে বাজার ব্যবসায়ীরা বিশেষ ভূমিকা পালন করে আসছে।
শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে সকলের দোয়া চাইলেন ইলিয়াস শেখ
এ সময় তিনি বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন ঐতিহ্যবাহী সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি নির্বাচনে আমাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করলে, আমি ব্যবসায়ীবৃন্দের ভোট অর্থ্যাৎ আমানত রক্ষা করব। পাশাপাশি তাদের ন্যার্য দাবি আদায়ে সরকারের যে খানে দ্বারস্থ হতে হয়, সেখানেই আমি সম্মুখ সাড়িতে থাকব। একই সাথে প্রাকৃতিক বিপদ-আপদসহ বাজার ব্যবসায়ীদের কল্যানে সর্বদা নিয়োজিত থাকার অঙ্গিকার করেন সহসভাপতি প্রার্থী মো: ইলিয়াস শেখ। তাই আসন্ন ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি নির্বাচনে সহ-সভাপতি পদে জয়যুক্ত করার জন্য সকল ব্যবসায়ী ভাইদের দোয়া ও সমর্থন কামনা করেছেন মো: ইলিয়াস শেখ।
শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে সকলের দোয়া চাইলেন ইলিয়াস শেখ
উল্লেখ্য আগামী ২৩ শে জুন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনার নির্বাচিত কমিটির ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তিতে নির্বাচিত কমিটি ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এতে মোট ১০৩৭জন ব্যবসায়ী ভোটার তাদের ভোট প্রয়োগ করবে বলে জানা গেছে।
শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে সকলের দোয়া চাইলেন ইলিয়াস শেখ
Leave a Reply