স্টাফ রিপোর্টার :
যুবসমাজকে মাদক ছেড়ে মাঠে ফেরাতে ফরিদপুর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ২৭ দলীয় “ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২।
শুক্রবার বিকালে ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান (পিপিএম-সেবা)।
ভিডিও : https://fb.watch/fU2lsLLolI/
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভয়ানক মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে অবিভাবকদের ভুমিকা রাখতে হবে। দেহকে সুস্থ রাখতেও খেলাধুলার বিকল্প নেই বলে অভিমত দেন বক্তারা।
পরে অনুষ্ঠিত প্রথম খেলায় পৌর সভার ১৯ নং ওয়ার্ড প্রতিপক্ষ ০৬ নং ওয়ার্ডকে ০২-০০ গোলের ব্যবধানে পরাজিত করে।
খেলার ফিক্সচার অনুয়ায়ী আগামী ৩১ অক্টোবর টুর্লামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। #
Leave a Reply