1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মাস জুড়ে ন্যায্য মূল্যের বাজার চালু - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মাস জুড়ে ন্যায্য মূল্যের বাজার চালু

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ফরিদপুরে চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। রোববার বেলা ১১টায় শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে এ বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লা। জেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগীতায়, ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ বাজারের উদ্বোধন কালে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
উদ্বোধন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লা জানান, রমজানে মানুষ যাতে ন্যায্য মূল্যে পন্য কিনতে পারে, সে লক্ষ্যে মাস ব্যাপী চলবে এ আয়োজন। শুধু জেলা নয় সকল উপজেলায়ও ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে। তিনি জানান, এ বাজারে পন্য ক্রেতা বা বিক্রেতাকে কোনো ধরনের টোল দিতে হবে না। এ বাজার আয়োজনের মাধ্যমে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলে মনে করেন জেলা প্রশাসক।
এদিকে এ বাজারে পন্য বিক্রয়ে অংশ নেয়া কৃষক ও উদ্যোক্তাদের দাবী, শুরুতেই এ বাজার মানুষে মাঝে সাড়া ফেলেছে। সকাল থেকেই ছিলো ক্রেতাদের ভিড়। ভিলেজ মিল্ক লিমিটেড এর সত্ত্বাধিকারী মোসা. পারভীন আক্তার জানান, প্রতি কেজী গরুর মাংস ৬৮০ টাকায়, দুধ ৭৫ টাকায়, ডিমের হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য পন্যের মূল্যও কম রয়েছে।
আর এদিকে টাটকা সবজী ও নানা পন্য ন্যায্য মূল্যে পেয়ে খুশি ভোক্তারা। তারা বলছেন, বাজারের থেকে মূল্য যেমন কিছুটা কম, তেমনি ঝামেলা ছাড়াই পছন্দের পন্য কেনাকাটা করা যাচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION