স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ধৃষ্টতা পূর্ণ বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গরবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। সভায় নেতৃবৃন্দ ছাত্রদল সাধারণ সম্পাদক কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কুরুচি মূলক ও ধৃষ্টতা পূর্ণ বক্তব্য প্রদান করেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সাথে তারা কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সাম্পাদক জুয়েলকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের উন্নতি সাধন করতে একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছেন তখনই বিএনপি-জামাত চক্রান্ত করে সরকারের উন্নয়ন কাজগুলোকে ব্যাহত করতে চাইছে।
এ সময় তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদ, সহ-সভাপতি ইমামুল মিয়া আযম, সাংগঠনিক সম্পাদক রিজওয়ান মোল্লাসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply