1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মধুখালীতে প্রতিমায় অগ্নিসংযোগ : তিনটি মামলা দায়ের, আটক ১০ - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালীতে প্রতিমায় অগ্নিসংযোগ : তিনটি মামলা দায়ের, আটক ১০

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৫৪ জন পঠিত
মধুখালী মন্দিরে অগ্নিসংযোগ : তিনটি মামলা দায়ের, আটক ১০
মধুখালী মন্দিরে অগ্নিসংযোগ : তিনটি মামলা দায়ের, আটক ১০

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লি গ্রামে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সংঘটিত ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে মধুখালী থানায় এ মামলা তিনটি নথিভুক্ত করা হয়। একটি মামলার বাদী পঞ্চপল্লি সার্বজনীন কালি মন্দিরের পূজারী কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা প্রভাষ চন্দ্র মন্ডলের স্ত্রী তপতী রানী মন্ডল (৪৭)।

তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাতটার মধ্যে কে বা কাহার ওই মন্দিরে কালি প্রতীমার পরনের শাড়িতে আগুন ধরিয়ে দেওয়া পরনেল শাড়ি ও মাথার চুল পুড়ে যাওয়ার অভিযোগ ১৮৬০ সালের পেনার কোডের ৪৪৮, ২৯৫ (ক) ও ৪৩৬ ধারায় এ মামলাটি দায়ের করেন। দ্বিতীয় মামিলার বাদী পিটুনিতে নিহত দুই সহোদর আশরাফুল খান (২০) ও আসাদুল খান (১৮) এর বাবা মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের মো. শাহজাহান খান (৪৬)। তিনি একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অভিযোগ আনা হয়েছে আসামিরা পরস্পর যোগসাজসে বেআইনে জনতাবদ্ধে পরিকল্পিতভাবে অবৈধ আটক করে খুন করার উদ্দেশে মারপিট করে সাধারণ গুরুতর জখম করে হত্যা করা এবং অগ্নিসংযোগের অপরাধ। তৃতীয় মামলাটির বাদী মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শংকর বালা। এ মামলায় ওই থানার ওসিসহ ১০জন পুলিশ সদস্যকে আহত করা, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করা এবং অগ্নি সংযোগের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামি হিসেবে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মধুখালী ও বালিয়াকান্দির অজ্ঞাতনামা ‘আরও অনেক’কে আসামি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১০জনকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লি সার্বজনীন কালি মন্দিরে প্রতীমায় অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। এ ঘটনার এলাকাবাসীর হামলায় চার নির্মাণ শ্রমিক আহত হন। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই সহোদর আশরাফুল খান ও আসাদুল খান মৃত্যু বরণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION