শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,সংরক্ষিত ও সাধারন সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে মধুখালী উপজেলা প্রশাসন।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পনিষদ মিলনাতনে নির্বাচনের আচরনবিধি ও নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে করনীয় সম্পর্কে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবং প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান চৌধুরী।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) শামীম আরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,নির্বাচনের রিটার্নিং অফিসার এবিএম আজমল হোসেন,আওয়ামীলীগ দলীয় প্রার্থী মো. হাবিবুল বাসার,স্বতন্ত্র প্রার্থী মো. ওয়ালিদ হাসান মামুন , মো. কামালউদ্দিন মাষ্টার, মোসা.সাহেরা বেগম,মো. লিয়াকত হোসেন সহ সাধারন সদস্য প্রার্থীগণ।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রার্থীদের আশ^স্ত করেন। উল্লেখ্য, ১৫ জুন কামালদিয়া ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply