শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে উপজেলার ডুমাইন ইউনিয়নের শিধলাজুড়ী ফুলেশ্বরী নদীতে এলাকার যুব সমাজের আয়োজনে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠি^ত হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার শিধলাজুড়ী ফুলেশ্বরী নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ও বিজয়ীদের হাতে পুস্কারন তুলে দেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার জংগল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু,ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমান মোল্লা,সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকনসহ প্রমুখ। ডুমাইন এবং জংগল ইউনিয়নসহ দূর-দূরান্তের নারী-পুরুষ উপস্থিতি ছিল চোখে পডার মতো।
প্রতিযোগিতার মাধ্যমে দুই ইউনিয়নের সৌহার্দ্য আরও বেগবান হবে বলে দুই ইউনিয়নের চেয়াারম্যান জোরালো বক্তব্য প্রদান করেন। প্রতিযোগিতায় চারটি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ,টেলিভিশন পুরস্কার প্রদান করেন।
Leave a Reply