স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর পুর্বপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মধুখালী থানায় অভিযোগ দিয়েছেন আহতের পরিবার।
অহতের নাম আবু নাসের শেখ (১৫)। সে ওই গ্রামের মো. আজিজুর রহমানের পুত্র।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতিবেশী গোলাম রসুল, মিল্টন শেখ ও রহিমা খাতুনের সাথে মো. আজিজুর রহমানের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। ১৩ জানুয়ারী দুপুরে প্রতিপক্ষের বিবাদীরা মাঠে যাওয়ার পথ নেট দিয়ে আটকে দেয়। ওই নেট সরিয়ে মাঠে যাওয়ার চেষ্টা করলে তারা (প্রতিবেশী) হামলা চালিয়ে ওই কিশোরকে মারধর ও কুপিয়ে জখম করে। এসময় তার আর্ত চিৎকারে তাকে রক্ষা করতে আসলে ওই কিশোরের মা সাবিনা ইয়াসমিন ও ছোটো ভাই রাহাত শেখকেও মারপিট করে জখম করে। গুরুত্বর আহতাবস্থায় ওই কিশোরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। #
Leave a Reply