স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালীতে গভীর রাতে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক রাত ২টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় মৃত. ফায়েক মিয়ার ছেলে আব্দুস সামাদ মিয়া(৬৫) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুস সামাদ মিয়া জানান রাতে বসত ঘরের জানালা দিয়ে দরজার হেসবোল্ট (লক) খুলে ২জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ঘরের ভিতরে ঢুকে সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গামছা ও কাপড় দিয়ে চোখমুখ, হাত, পা বেঁধে স্টিলের সাব বাক্স, কাঠের শোকেজ ও ট্রলি ব্যাগ এর তালা ভেঙ্গে ১২ ভরি স্বর্ণ, রুপার গহনা ৩ ভরি, নগদ একলক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন লুন্ঠন করে নিয়ে যায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দরজার হেসবোল্ট (লক) খোলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। হতে পারে দরজা ভিতর থেকে আটকানো হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে বরা হয়েছে। তবে গতকাল বুধবার রাত সাতটা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
Leave a Reply