1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ভাঙ্গা নির্বাচন : ১টিতে নৌকা ১১টি স্বতন্ত্র প্রার্থী - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গা নির্বাচন : ১টিতে নৌকা ১১টি স্বতন্ত্র প্রার্থী

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৮২৯ জন পঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ১২টি ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নিবাচনে ১ টিতে আওয়ামীলীগের নৌকা প্রার্থী এবং ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।রোববার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা উৎসবমুখর পরিবেশে লম্বা লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, নৌকা প্রতীক নিয়ে কাউলীবেড়া ইউনিয়ন থেকে আওয়ামীলীগের রেজাউল হাসনাত দুদু মিয়া,স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলগী ইউনিয়ন থেকে ম.ম. ছিদ্দিক মিয়া, তুজারপুর ইউনিয়ন থেকে ওলিউর রহমান,কালামৃধা ইউনিয়ন থেকে রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়ন থেকে শাহজাহান হাওলাদার,মানিকদহ ইউনিয়ন থেকে সহিদুল ইসলাম বাচ্চু,হামিরদী ইউনিয়ন থেকে খোকন মিয়া,ঘারুয়া ইউনিয়ন থেকে মনসুর আহম্মেদ মুন্সি, চুমুরদী ইউনিয়ন থেকে রফিকুল ইসলাম সোহাগ,নাসিরাবাদ ইউনিয়ন থেকে আলমগীর খান, উপজেলার চান্দ্রা ইউনিয়ন থেকে আঃ খালেক মোল্লা এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়ন থেকে শাহবুর রহমান।
এদিকে উপজেলার দিঘল কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। অপর দিকে ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়াম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় আট জন আহত হয়। রোববার দুুপুরে উপজেলার দুই ইউনিয়নের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।আটক দুই যুবক হাফিজুল মোল্লা (২৬) ও ওহিদুল মোল্লা (২৪)। সংঘর্ষে আহত ব্যাক্তিরা হলেন, রবি শেখ (৩৫), সরোয়ার শেখ (৩৮), ওসমান হাওলাদার (৪০) অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।দিঘল কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিসাইটিং অফিসার শরীফ মো. ইসা জানান, দুপুরে কেন্দ্রে ভোট চলাকালিন সময়ে মেম্বার পদপ্রার্থীর পক্ষে দুই যুবক জালভোট দেওয়ার চেষ্টা করছিল। এসময় ওই যুবককে হাতেনাতে আটক করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। পরবর্তিতে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী ৯নং ওয়ার্ড সাবেক মেম্বার দেলোয়ার হোসেন জানান,জনৈক প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে। পরে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের প্রায় ৮/১০ জন আহত হয়। গুরত্বর আহত তিন জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে ও অন্যদেরকে রাজৈড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের পাশেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই চেয়াম্যান প্রার্থীর সমর্থকেরা। এসময় কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কেন্দ্রের ভোট গ্রহন প্রায় এক ঘন্টা বন্ধ ছিল। পরে পুলিশ, র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে পুনরায় আবার ভোট গ্রহন চালু হয়। তারা আরও জানান, ঘারুয়া ইউনিয়নের হাজরা কান্দা, রাজেশ্বরদী, শরিফাবাদ, খারদিয়া গ্রামের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। অত্র এলাকায় নির্বাচনের সহিংসতার জের ধরে পরবর্তিতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার স¤ভাবনা রয়েছে বলেও নানান করেন তারা।এ ঘটনায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, উপজেলার কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু কোন জাল দেওয়ার সুযোগ নেই। জালভোট দেওয়ার চেষ্টাকালে দুই যুবককে আটক করা হয়েছে। এছাড়া কয়েকটি ইউনিয়নে প্রার্থীর সমর্থকের মধ্যে বিছিন্ন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ভাঙ্গা নির্বাচন অফিসার মনজুরুল আলম জানান, উপজেলার ১২টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৭৮ জন। এর মধ্যে নৌকা প্রতিকে ১২ জন, হাতপাখা প্রতিকে ১১ জন ও সতন্ত্র প্রার্থী ৭৮ জন। সংরক্ষিত নারী ১৩৭ ও সাধারন সদস্য পদে ৩২৮ জন। উপজেলার ১১৮ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১,৮৮,০১৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৬,০২২১ জন ও নারী ৯১,৯২৯ জন। এতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১২ জন ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪ জন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ১১৮ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৪৯০ জন ও পুলিং অফিসার ৯৮০ জন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ, ও ৫ প্লাটুন ব্যাটালিয়ান নিয়োজিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION