স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর এস এ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে দাবী করে সাংবাদিক সম্মেলন করেছে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্ধ।
পৌর আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল ওহাব ভুইয়া।
লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নিয়ে উদ্ধেশ্য প্রণোদিতভাবে একটি অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়েছে দাবী করে এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি।
এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আবু বকর, পরিচালনা পর্ষদের সদস্য মো. কামরুজ্জামান, ফরহাদ হোসেন, কামরুল শেখ, ওমর আলী ভুইয়াসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। #
Leave a Reply