মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাইবার ক্রাইম,বাল্য বিবাহও ইভটিজিং প্রতিরোধে এক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা(সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সভায় প্রধান অতিথি ফাহিমা কাদের চৌধুরী শিক্ষার্থীদেরকে বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক ও সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন তোমাদের প্রত্যেকের ঘর থেকেই এই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় তিনি আরও বলেন, জরুরী প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে অবগত করলে জরুরী সেবা সহ পুলিশ দ্রুুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধ দমনে কাজ করবে।
Leave a Reply