1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ভাঙ্গায় কালো সোনা উৎপাদনে ইসাহাক মোল্লার অভাবনীয় সাফল্য 
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় কালো সোনা উৎপাদনে ইসাহাক মোল্লার অভাবনীয় সাফল্য 

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৪৩ জন পঠিত
ভাঙ্গায় কালো সোনা উৎপাদনে ইসাহাক মোল্লার অভাবনীয় সাফল্য 
ভাঙ্গায় কালো সোনা উৎপাদনে ইসাহাক মোল্লার অভাবনীয় সাফল্য 

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ভারইডাঙ্গা গ্রামের আদর্শ মডেল কৃষক ইসাহাক মোল্লা কালোসোনা খ্যাত পেঁয়াজ বীজ চাষে ইসাহাক মোল্লার অভাবনীয় সাফল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। উপজেলা শহর থেকে অদুরে তার বাড়িতে গিয়ে তার এ সফলতার গল্প শুনে অনেকেই এ চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা বরাবরই পেঁয়াজ বীজ চাষে অগ্রনী ভ’মিকা পালন করে আসছে। এলাকার মাটি পেঁয়াজ চাষের জন্য যথেষ্ট উপযোগী। তাছাড়া এখানে পেঁয়াজ বীজের চাহিদাও রয়েছে প্রচুর। সেই চাহিদা থেকেই কৃষি অফিসের সহযোগিতায় পেঁয়াজ বীজ চাষে আগ্রহী হয়ে সফলতা পেয়েছেন ইসাহাক মোল্লা সহ অনেকেই। ফরিদপুর ও পাশর্^বর্তী জেলাসহ তার উৎপাদিত পেঁয়াজ বীজ সারাদেশে পৌঁছে যাচ্ছে এখন কৃষকের হাতে হাতে।

এতে পেঁয়াজ আবাদ বেড়েই চলছে। পেঁয়াজ বীজ উৎপাদন করে একজন সফল উদ্যোক্তা হিসেবেও এখন অনেক চাষির কাছে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত। তার সফলতা দেখে অনেক কৃষক পেঁয়াজ চাষ করে স্বাবলম্বী। তিনি প্রায় ২৫ বছর যাবত পেঁয়াজ বীজ আবাদ করে আসছেন। গত মৌসুমে তার উৎপাদিত উৎকৃষ্ট মানের পেঁয়াজের বীজ এখন কৃষকদের হাতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সফল পেঁয়াজ বীজ চাষি ইসাহাক মোল্লা জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রথমে তিনি ৫ শতাংশ জমিতে এর আবাদ করেন। সফলতা ও লাভের মুখ দেখায় পর্যায়ক্রমে এখন তিনি গত বছর ২৫ একর জমিতে পেঁয়াজ বীজ আবাদ করে ব্যাপক সফলতা পান। গত বছর পেঁয়াজ চাষে বৈরী আবহাওয়া,মৌমাছির অভাবে পরাগায়নে বিঘœ ঘটায় এলাকার পেঁয়াজ বীজ চাষীরা লোকসানের মুখে পড়েন। তা সত্যেও তিনি এ ক্ষেত্রে ব্যাতিক্রমী। চাষের কৌশল ও সুষম মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ তার এ বীজ চাষে ব্যাপক সফলতা হিসেবে ধরা দেয়।

এ প্রতিবেদকের সাথে ইসাহাক মোল্লার কথা হয় তার নিজ বাড়িতে।তিনি জানান,বর্তমানে এ বীজের রয়েছে ব্যাপক চাহিদা। গত বছর ২৫ একর জমিতে পেঁয়াজ বীজ চাষ করে প্রায় ৯০ মন বীজ পেয়েছেন।এর বাজার মূল্য প্রতি মন ১ লক্ষ ৭০ হাজার টাকা । সর্বসাকুল্যে বীজ বিক্রি করে তিনি ১ কোটি টাকার মত আয় করবেন আশা করা হ্েচ্ছ। ইতমধ্যে তিনি পেঁয়াজ বীজের একটি ব্যান্ড তৈরী করেছেন। এটির নাম দিয়েছেন হাই নয়নতারা। টিনের এবং প্লাষ্টিকের প্যাকেটজাত করে বিভিন্ন্ স্থানে তা পৌছে দিচ্ছেন । তিনি এলাকার পেঁয়াজ চাষীদের উদ্যেশ্যে বলেন,সুপার কিং এবং তাহেরপুরী পেঁয়াজের আবাদ করে তিনি এ সফলতা পেয়েছেন। এজন্য পর্যাপ্ত এবং সুষম মাত্রায় সার গ্রয়োগ,সঠিক পরিচর্যা এবং ভাল বীজের উপর গুরুত্মারোপ করেন।

তার উদ্ভাবিত বীজ সংরক্ষনের জন্য বিশেষ পদ্বতি এবং সংরক্ষানাগার ব্যবহারের কথা উল্লেখ করেন। ইতমধ্যে তার উদ্ভাবিত পেয়াজ বীজ ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে তিনি ব্যাপক পরিসরে চাষ করার কথা উল্লেখ করেন।বর্তমানে অনেকেই তার নিকট থেকে প্যাকেপের বীজ নিতে আগ্রহী হয়ে উঠছেন। এদিকে এ উপজেলার কৃষকদের সফল পেঁয়াজ আবাদ দেখতে কৃষি মন্ত্রনালয়ের সচিব মোঃ নাসিরুজ্জাামান ইতপূর্বে এলাকা পরিদর্শন করেছিলেন। এ ব্যাপারে ্ উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, আদর্শ কৃষক ইসাহাক মোল্লা পেঁয়াজ বীজ চাষে ব্যাপক সাফল্যতা পেয়েছেন। উপজেলা কৃশি সম্প্রসারন বিভাগ থেকে সার,বীজ ও সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। তিনি সবক্ষেত্রে এলাকার কৃষকরা যাতে সফলতা পায়, সে অনুযায়ী সব সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION