মানিক দাস :
সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনালে উঠেছে আমরাই ভাই ব্রাদার একাদশ। বৃহস্পতিবার বিকেলে ঈশান স্কুলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ২/০ গলে হানিফ স্মৃতিকে পরাস্ত করে সেমিফাইনাল ওঠে। খেলায় প্রথমার্ধের ১২ মিনিটে আকাশ এবং দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে রতন বিজয়ী দলের পক্ষে পেনাল্টি থেকে গোল করলে ২/০ গোলে ম্যাচ জিতে আমরাই ভাই-ব্রাদার একাদশ। একই সাথে এই টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলা গৌরব অর্জন করে তারা। টুর্ণামেন্টে অপর দলগুলো হলো মিনা একাদশ, মামা ভাগ্নে ও ফয়সাল স্মৃতি। (খেলা ও বিজয়ী দলের ছবি)
Leave a Reply