বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরদৈতরকাঠি গ্রামে বিষ দেওয়া জমির ঘাস খেয়ে দুইটি গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গরুর মালিক বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, চরদৈতরকাঠি গ্রামের মো. রুহুল আমিন তার পাটের জমিতে ঘাস মারা ওষুধ দেয়। বৃহস্পতিবার (৪ মে) একই গ্রামের মো. আজিত শেখের বেগনের ক্ষেত রয়েছে ওই পাট ক্ষেতের পাশে। আজিত শেখ বেগুন ক্ষেতের থেকে ঘাস কেটে গরুকে খাওয়ানোর পর দুইটি গাভী (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) মারা যায়। ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, ঘাস খেয়ে আজিতের দুইটি গাভী মারা গেছে বলে শুনেছি। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘাস খেয়ে গরু মারা যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।
Leave a Reply