স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৬ (১) ধারায় ৮ জনের নামে বাদী হয়ে মামলা দায়ের করেন শেখর ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার তৈয়বুর রহমান।
মামলার আসামিরা হলো শেখর গ্রামের শহিদুল শরীফ (৩৮) ও তার ভাইএরশাদ শরীফকে (৩৫) শেখর গ্রামের তিলাপ শেখ (৪৪), রিপন শেখ (৩০), জামাল শেখ (৪২), আজিজার শরীফ (৪০), হাবিব শেখ (৩৬) ও ড্রেজার মালিক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জিকেবাড়ি গ্রামের নির্মল বিশ্বাস (৩৮)।
জানা যায়, শেখর গ্রামে ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে তারা বালু উত্তোলন সময় তহসীলদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বালু উত্তোলন করতে নিষেধ করার পর তারা নিষেধ অমান্য করে বালু উত্তোলন করছিল। এ ঘটনায় পুলিশ শেখর গ্রামের শহিদুল শরীফ (৩৮) ও তার ভাই এরশাদ শরীফকে (৩৫) তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
Leave a Reply