মানিক দাস :
পাটকল বন্ধ না করে তার আধুনিকায়ন এবং বেকার শ্রমিকদের চাকরি নিশ্চিত করার দাবিতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এর উদ্যোগে সোমবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কমরেড অরুণ কুমার শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রফিকুজ্জামান লায়েক, আব্দুল কাদের আসাদ, বেলায়েত হোসেন, অধ্যাপক আবদুল্লাহ সাঈদ দাঁড়া, এমদাদ হোসেন মিয়া প্রমূখ। সভায় বক্তারা চলমান পাটকল সংকটে বিজেএমসি সমালোচনা করেন। তারা বলেন দেশে ২৫ টি পাটকল বন্ধ হওয়ায় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। তারা তাদের কর্মসংস্থান দাবি জানান। এছাড়া পাটকল বন্ধ না করে তার আধুনিকায়ন করে পুনরায় চালু করার জন্য সরকারের কাছে দাবি জানান।
Leave a Reply