স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গীতে শতাধিক ব্যাক্তি মালিকানাধীন জমি থেকে জোর পুর্বক ফসল ও মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী।
তাদের দাবী, স্থানীয় প্রভাবশালী মো. আনোয়ার হোসেন আবু ফকির গংরা রাতের আধারে এসব জমিতে স্কেবেটর দিয়ে মাটি কেটে ডাম্প ট্রাক যোগে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে। অনেকের ফলন্ত ধানও কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করে মানববন্ধনকারীরা জানান, এতে চরম ঝুঁকিতে পড়েছে এসব জমির অদুরের গোলডাঙ্গী ব্রিজ, যা সদ্য কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে। তাদের দাবী, অপরিকল্পিতভাবে খনন করায় বর্ষা মৌসুমে ভাঙ্গণ ঝুঁকিতে পড়বে পুরো এলাকা।
মঙ্গলবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া আলমাস ফকির ও আলমগীর ফকির জানান, তাদের মালিকানাধীন ১৫৯নং চর টেপুরাকান্দি মৌজার এস.এ খতিয়ান নং ৬৬৫, ৬৮৬, দিয়ারা খাতিয়ান নং ৯৬৪, ০৬৭ এর ১৩৫০৭, ১৩৫০৮,১৩৫৫১, ১৩৫৫২, ১৩৫৫৩ ও ১৪০৪৩নং দাগের ৩৮.৫০ শতাংশ জমি থেকে স্কেবেটর দিয়ে তিন দিন আগে মাটি কেটে নিয়ে যায়, এবিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলে আবু গংরা ক্ষুব্দ হয়ে আমাদের ভাইদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। তারা দাবী করেন, কেউ আবু ফকিরের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে তাদের নানাভাবে হয়রানি করা হয়। ফলে কেউ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে পারেনা।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা অবিলম্বে মাটি কাটা বন্ধ ও দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।
এদিকে আবু ফকিরের পক্ষ থেকে মাটি কাটার অভিযোগ অস্বিকার করা হয়েছে।
যদিও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার জানান, মাটি বা বালি কোনোটাই অবৈধভাবে কেটে নেয়ার সুযোগ নেই। কেউ মাটি কাটলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। #
Leave a Reply