সবুজ দাস : আগামী ৩ জুন ফরিদপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাকা-২১৮৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নোমিনেশন পত্র জমা দিয়েছেন নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীরা।
১৯ শে মে বৃহস্পতিবার শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ফরিদপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নিজস্ব কার্যালয়ে সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা নির্বাচন কমিশনের নিকট নোমিনেশন পত্র জমা দেন।
যুগ্ন সম্পাদক পদে নোমিনেশন পত্র জমা দিলেন মো: কামাল হোসেন
জানা যায়, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য হতে নির্বাচিত কমিটি আগামী ২০২২-২০২৫ মেয়াদী মোট ৩ বছর দায়িত্ব পালন করবেন। সভাপতি পদে আব্দুল মান্নান শেখ মানা (বর্তমান সভাপতি)সহ মোট দুই জন নোমিনেশন পত্র জমা দেন। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জুবায়ের জাকির এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহম্মেদ।
সাংগঠনিক সম্পাদক পদে নোমিনেশন পত্র জমা দিলেন মো: রিপন শেখ
এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাসের ছায়া লক্ষ করা গেছে। এ নির্বাচনে বিজয়ী হয়ে সংগঠনের নিয়মানুযায়ী শ্রমিকদের ন্যার্য দাবি আদায়ে কাজ করবেন বলে সকল প্রার্থীরাই অঙ্গিকার করেন।
যুগ্ন সম্পাদক পদে নোমিনেশন পত্র জমা দিলেন রায়হান হোসেন
Leave a Reply