স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ এর মধ্য দিয়ে আগামী ২ বছরের জন্য সভাপতি-সাধারন সম্পাদক মনোনিত হয়েছে। এতে ড. যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি)কে সভাপতি এবং বিধান কুমার সাহাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হয়। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে,(১ সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেদমন্ত্র- গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সম্মেলনের শুরুতে আশীর্বাদক হিসাবে ধর্মীয় বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি) এর সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে.এল ভৌমিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ চন্দ্রনাথ পোদ্দার এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব ধর। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শুভাশিষ বিশ্বাস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী শ্যামল কুমার ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার শৈলন চাকমা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননী গোপাল রায়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি)কে পুনরায় সভাপতি এবং বিধান কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে। এর আগে সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বী নেতা-কর্মীরা মিছিল ও শোভাযাত্রা করে এই সম্মেলনে যোগ দেন।
Leave a Reply