স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সাত দিনব্যাপী বৃক্ষ মেলা আজ বিকেলে শেষ হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর উদ্যোগে এ বছর বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় ফরিদপুর নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম হাসিবুল হাসান,, রাশেদা নার্সারীর পরিচালক রাশিদা বেগম প্রমুখ।
সভায় বক্তারা গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন একটা গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, শুধু তাই নয় মানুষের জীবনযাত্রায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই সবাইকে ফলজ বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, যে কোন দেশে ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। আর তার জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালে চলবে না, তা নিয়মিত পরিচর্যা করতে হবে। অনুষ্ঠানে গত এক সপ্তাহে প্রায় বিশ হাজার টি র গাছ বিক্রি করা হয়েছে বলে জানানো হয় এর মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
এরপর অংশগ্রহণকারী প্রত্যেকটা স্টল মালিকের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেয়া হয়।এছাড়া মেলায় সেরা স্টলের জন্য ফরিদপুর নার্সারি প্রথম কেয়া নার্সারি দ্বিতীয় এবং একে ফার্ম হাউস কে তৃতীয় স্থান নির্ধারণ করায় পুরস্কৃত করা হয়। উল্লেখ করা যেতে পারে গত সাত দিনব্যাপী এই মেলাতে কেন্দ্র করে শহরের একটা উৎসবমুখের পরিবেশ সৃষ্টি হয়েছিল এছাড়া ফরিদপুর শহর ছাড়াও আশেপাশের অনেক জেলা থেকেও দর্শকদের মেলায় আসতে এবং গাছ ক্রয় করতে দেখা যায়।
Leave a Reply