স্টাফ রিপোর্টার :
দক্ষিণ বঙ্গের অন্যতম চিকিৎসানগরী হিসেবে পরিচিত ফরিদপুর জেলার প্রধান হাসপাতালগুলোর সেবা নিরবিচ্ছিন্ন রাখতে বাংলাদেশ চেম্বার এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও হাইফ্লো ক্যানোলা হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি ও পরিচালক মো. খায়ের মিয়া এসব স্বাস্থ্য সেবা সামগ্রী জেলা প্রশাসক অতুল সরকারের কাছে হস্তান্তর করেন।
পরে এসব সামগ্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে বন্টন করা হয়।
ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি জানান, বিসিআই এর পক্ষ থেকে ৩০টি উপস্থিত দুই পরিচালকের পক্ষ থেকে ২০টি সিলিন্ডার প্রদান করা হয়েছে।
পরে তারা শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য সেবা সামগ্রী হস্তান্তর কালে সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল কুমার সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন। #
শুভকামনা রইল