স্টাফ রিপোর্টার : সারাদেশে দলীয় নেতা-কর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ। বক্তাগণ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একের পর এক হামলার ঘটনাকে বর্বরোচিত এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের জন্য চরম নিন্দনীয় বলে উল্লেখ করেন।
তারা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরেরও নিন্দা জানান। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার আগেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। এদিকে, বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার মিনিট দশেক পরে সেখানে কয়েকটি মোটর সাইকেলে চড়ে লাঠি ও স্ট্যাম্প নিয়ে মহড়া দিতে আসে হেলমেট বাহিনীর সদস্যরা। এরপর তারা মোটর সাইকেল নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর বৃষ্টি শুরুর পর আবারো তারা সেখানে হাজির হয়। এরপর তারা প্রেসক্লাবের হলরুমের সামনে কার্নিশ বারান্দায় দাড়িয়ে স্লোগান দিতে থাকে। তবে বিরোধী পক্ষের কেউ সেখানে না থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply