স্টাফ রিপোর্টার : কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ও ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত ফরিদপুর সর্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি কঠিন বর্জ্য ও ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা করেন। একই সাথে উক্ত বিষয়গুলির করণীয় নিয়ে সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানো হয় ও অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস, পরিদর্শক মোঃ জাহিদ হাসানসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অংশীজনেরা।
ফরিদপুরে বর্জ্য বিধিমালা বাস্তবায়নে মতবিনিময় সভা
Leave a Reply