স্টাফ রিপোর্টার : ফরিদপুর জিলা স্কুলের জিপিএ-৫ পাওয়া ৫০১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফরিদপুর শহরে অবস্থিত জিলা স্কুলটির ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। স্কুলটির প্রধান শিক্ষক আফরুজা বানুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- জিলা স্কুলের সাবেক শিক্ষক হাফিজুর রহমান, স্কুলটির দিবা শাখার শিফট ইনচার্জ প্রীতি লতা সরকার, প্রভাতী শাখার শিফট ইনচার্জ শচীন্দ্র নাথ ভৌমিক, দিবা শাখার সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ফরিদপুর জিলা স্কুলের প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক আলী আতিকুর রহমান। জিলা স্কুল সূত্রে জানা যায়, স্কুলটি ২০২০ সালের ১৩৭ জন, ২০২১ সালের ১৬৫ জন ও ২০২২ সালের ১৯৯ জনসহ বিগত তিনবছরের সর্বমোট ৫০১ জন জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে স্কুলটি প্রাথমিক শাখার ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তির সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply