স্টাফ রিপোর্টার : চলমান তীব্র দাবদাহের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ফরিদপুর শহরে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর বারোটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়ক থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের একটি গাড়ি এসে জামায়াতের তিন কর্মীকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়। ফরিদপুর প্রেসক্লাবের সামনে একটি পিকআপে খাবার পানি ও স্যালাইন নিয়ে এ বিতরণ কাজ শুরু করে জামায়াত নেতৃবৃন্দ।
পথচারী, রক্সিা চালক ও ইজিবাইক চাকদের হাতে এ পানি ও স্যালাইন তুলে দেওয়া হয়। পরে প্রেসক্লাব সামনে থেকে পানি ও স্যালাইন বিতরণ করতে করতে জামায়াত নেতারা জনতা ব্যাংকের মোড়, আলীপুরের মোড় হয়ে আলীপুর ইসলামি কমিউনিটি হাসপাতাল এলাকায় যান। এ সময় জেলা জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আমির মো. বদর উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আবু হারিছ মোল্লা, পৌর আমির রফিকুল ইসলাম খান, প্রশিক্ষণ সম্পাদক আবু ইউনুস, জামায়াতের রোকন মো. আফতাব হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমির মো. বদর উদ্দিন বলেন, তারা পানি ও স্যালাই বিতরন করতে করতে দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামি কমিউনিটি হাসপাতালের সামনে যায়। ওই সময় একটি পুলিশ ভ্যান এসে পিকআপের গতি রোধ করে সড়কে যানজট সৃষ্টি করা হচ্ছে এ অজুহাত দেখিয়ে পিকআপে থাকা তারেক ও মুন্নাসহ জামায়াতের তিন কর্মীকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জামায়াতের তিন কর্মীকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply