স্টাফ রিপোর্টার :
বিএনপির কেন্দ্রিয় ভাইস প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী,ফরিদপুর-৩ আসনের পাঁচ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর বিএনপি’র আয়োজনে ও বেনজির আহমেদ তাবরিজের তত্বাবধায়নে বৃহস্পতিবার বাদ আছর উত্তর কমলা পুর জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি নেতা আফজাল হোােসন খান পলাশ,এবি সিদ্দিক মিতুল,এ্যডভোকেট আলী আশরাফ নান্নু,জাফর হোসেন বিশ^াস,রউফ-উন নবী,এমটি আক্তার টুটুল, এমদাদ হোসেন,বেনজির আহমেদ তাবরিজ,মোঃজাহাঙ্গির হোসেন,আরিফুজ্জামানঅপু,মোঃ আরমান হোসেন, জিন্না মেম্বার,মনিবুর রহমান সোহাগ,আব্দুস সাত্তার জোদ্দারসহ বিএনপি,যুবদল,ছাত্রদল.শ্রমিকদলসহ দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামালউদ্দিন আহমাদ।
Leave a Reply