স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৫২০ টি ইয়াবা ট্যাবলেট সহ পাঁচজন কে আটক করেছে ডিবি পুলিশ। আজ ফরিদপুর জেলা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, মাননীয় পুলিশ সুপার,ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি, ফরিদপুর এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ২৮/০৭/২০২২ খ্রিঃ রাত ২১.৪৫ ঘটিকার সময় শহরের চরকমলাপুর অভিযান পরিচালনা করে।
এ সময় সিরাজুল ইসলাম ফারুক (৩৫) পিতা- মৃত সোবাহান শেখ এর বসত বাড়ির উত্তর ভিটার ঘরের পূর্ব পাশের কক্ষ হতে আসামী ১। সোহাগ মন্ডল (৩৫), পিতা- জামাল মন্ডল, সাং- লক্ষীপুর ২। সিরাজুল ইসলাম ফারুক (৩৫), পিতা- মৃত সোবাহান শেখ, সাং- চর কমলাপুর, ৩। মৃদুল হাসান (৪৩), পিতা- মৃত মালেক সিকদার, সাং- আলীপুর ৪। মোঃ হাসু শেখ (২৭), পিতা- বাউল মিলন, সাং- কুঠিবাড়ি কমলাপুর সর্ব থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ৫। মোঃ ইউসুফ শেখ (৩৩) পিতা- নুরউদ্দিন শেখ সাং- সাহের মন্ডলপাড়া থানা- গোয়ালনন্দ জেলা- রাজবাড়িদেরকে ৫২০ (পাঁচশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে এসআই/ মোঃ মাহবুবুল করিম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply