পদ্মা আর পদ্মার শাখা আড়িয়াল খাঁ— দু’টোই বয়ে গেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়। আগের সেই তেজ না থাকলেও প্রমত্তা পদ্মার সর্বনাশা রূপের কাছে এখনো অসহায় এই এলাকার মানুষ। প্রতিবছর ভরা বর্ষা মানেই যেন আরও একবার সর্বস্বান্ত হওয়া এই জনপদের মানুষদের। গত কয়েকবছরের মধ্যে একটু বেশি বন্যায় হওয়ায় সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি যেন আরেকবার। বন্যায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ডুবে যাওয়ায় ভোগান্তিতে মানুষ। ফরিদপুরের সদরপুর উপজেলার নন্দলালচর গ্রাম তোলা ছবি।
Leave a Reply