স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভা ৩ নং ওয়ার্ডের পারচর সার্বজনীন হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে ৫ তম বার্ষিকী ও মতুয়া মহোৎসব উদযাপন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পারচর মতুয়া সংঘের উদ্যোগে (১৩ সেপ্টেম্বর) বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে পারচর বিনয়কৃষ্ণ সরকারের নিজ বাসভবনে এ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পারচর মতুয়া সংঘের সভাপতি উত্তম বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি।
ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের সমাজ বিপ্লবের ইতিহাস তুলে ধরেন। তিনি আরো বলেন, মতুয়া সম্প্রদায় স্বয়ং দীক্ষায় বিশ্বাসী, কাজেই দর্শন বা ঠাকুর হরিচাঁদের দর্শনে যাদের আস্থা আছে, তারাই শুধু মতুয়া মহাসঙ্ঘের অন্তর্ভুক্ত। অনুষ্ঠানের উদ্ধোধক হিসাবে বাংলাদেশ মতুয়া সংঘের সভাপতি মতুয়াচার্য শ্রী বাবু সুব্রত ঠাকুর এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মতুয়া সংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া শ্রী জটাধর গোসাঁই, ফরিদপুর পূজা উদযাপন কমিটির নবাগত সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। অন্যান্যদের মধ্যে শহর পূজা উদযাপন পরিষদের কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের কমিটির সহ-সভাপতি তাপস কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক ননী গোপাল রায়, কমিটির শংকর সাহা, সুকেশ সাহা, ডাঃ প্রকাশষরুপ রায় অপু সহ পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ জয়গুন বেগম, সাবেক মেম্বার শেখ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারচর মতুয়া সংঘের সচিব শিপ্লব সরকার। এসময় হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply