স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর উপজেলার উত্তর শোভারামপুর গ্রামের অটো চালক মো. তুহিনের লাশ উদ্ধার করে সোমবার ভোরে কে বা কারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়। এ সময় নিহত তুহিন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে বলে জানান তারা, অতপর কৌশলে পালিয়ে যান।
ভিডিও : আসিতেছে
এদিকে নিহতের স্ত্রী লিপা বেগম ও পরিবারের সদস্যরা জানান, নিহত তুহিন রাতে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ভোরে খবর পেয়ে তারা হাসপাতালে যান। তারা দাবী করেন, সড়ক দূর্ঘটনায় নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দূর্ঘটনা বলে দালিয়ে দেয়ার চেস্টা করা হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে তা স্পষ্ট জানাতে পারেনি তারা। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত দাবী করেছেন পরিবারের সদস্য ও এলাকা বাসী।
ফরিদপর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, অটো চালককে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। #
Leave a Reply