সবুজ দাস, ফরিদপুর : ”অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ” প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে, এবং সকল এনজিও সমূহ সহযোগিতায়,(৩ ডিসেম্বর) শনিবার সকালে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস. এম আলী আহসান এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। আরো বক্তব্য রাখেন পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন সূর্যোদয় সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুস মোল্লা, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদুর রহমান মৃধা, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার এস. এম. সুজাউদ্দিন রাশেদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হামিদুর রহমান, আভা সংস্থার ফিল্ড অফিসার মোহাম্মদ আসাদুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা। এসময় আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রধানগণ, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী সহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা কেন্দ্র ও আভা সংস্থার পক্ষ থেকে বিভিন্ন প্রতিবন্ধীদের মাঝে ১১ টি হুইল চেয়ার বিতরণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৭ টি সাদাছড়ি ও ইলেকট্রনিক ডিভাইস বিতরণ করা হয়।
Leave a Reply