স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম এলাকার একটি পুকুর পাড় থেকে এক অজ্ঞাত নারীর(১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় তুলাগ্রাম গ্রামের মাসুদ শেখ এর বসত বাড়ীর পশ্চিম পাশে সরকারী পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, ফরিদপুর সদর উপজেলার তুলা গ্রামের মাসুদ শেখ এর বসতবাড়ির পশ্চিম পাশে সকাল ৮টার দিকে পুকুর পাড়ে পানির কিনারায় অজ্ঞাতনামা কিশোরী (১৭) এর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানায়, ট্রিপল নাইন এ কল পেলে লাশ উদ্ধারে আসি। সড়কের উপরে এক জোড়া সেন্ডেল ও একটি ওড়ান পড়ে ছিল ও অজ্ঞাতনামা এক নারীর লাশ পুকুরের পানির কেনারায় পরে থাকতে দেখা যায়। তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় জানান চেষ্টা কর হচ্ছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নামা ব্যক্তিগণ তাকে কে হত্যা করে লাশ এই স্থানে ফেলে রেখে যায়।
Leave a Reply